Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আজ দেখা যাবে ‘গোলাপি চাঁদ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ১২:১৪ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ১২:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ব্লাড মুন, সুপার ব্লাড মুনের কথা আমরা শুনেছি। এছাড়া সুপার ব্লাড ওলফ মুন কথাটিও শুনেছেন অনেকে। তবে এবার নতুন আরেক ঘটনা জানিয়েছেন বিজ্ঞানীরা। এবার নাকি পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ দেখা যাবে।

ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ দেখতে পাবেন। চলতি সপ্তাহজুড়েই আকাশে এমন চাঁদ দেখা গেছে। তবে এটা স্পষ্ট দেখা যাবে আজ রাতে।

আয়ারল্যান্ডভিত্তিক ওল্ড ফারমার্স অ্যালমানাক-এর বরাত দিয়ে ইয়াহু নিউজ জানায়, শুক্রবার ভোরের আগ পর্যন্ত পিঙ্ক মুন দেখা যাবে। তবে এটাকে পিঙ্ক মুন বলা হলেও এটি পুরোপুরি গোলাপি নয়।

যারা চাঁদ পর্যবেক্ষণ করেন, তারা চাঁদের একেক সময় একেক ধরনের নাম দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এবার পিঙ্ক মুন নাম দিয়েছেন পর্যবেক্ষণকারীরা। তবে পুরোপুরি না হলেও এর রঙ কিছুটা গোলাপি হবে।

বিজ্ঞানীরা বলছেন, খুব ভালোভাবে পিঙ্ক মুন দেখতে হলে আপনাকে ১৮ তারিখ রাতেই আকাশে চোখ রাখতে হবে। ১৯ তারিখেও কিছুটা দেখা যাবে। তবে এর পূর্বশর্ত হলো মেঘমুক্ত অন্ধকার আকাশ।

Bootstrap Image Preview