Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাকরি ছাড়ার আগে যা করবেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৯:০১ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৯:০১ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


বিভিন্ন কারণে আমাদের চাকরি ছাড়তে হয়। কখনও উচ্চপদস্থ কারও সঙ্গে মনোমালিন্য, বেতন সংক্রান্ত ঝামেলা, কাজের চাপ ইত্যাদি বিভিন্ন কারণে মানুষকে চাকরি ছাড়তে দেখা যায়। এটা স্বাভাবিক একটা বিষয়। তবে চাকরি ছাড়ার আগে কয়েকটি কাজ করতে ভুলবেন না-

অনেকেই পরিস্থিতির সম্মুখীন হয়ে চাকরি ছেড়ে দেন। তবে চাকরি ছাড়ার আগে ঠাণ্ডা মাথায় চিন্তা করুন, যে কারণে চাকরি ছাড়তে চাচ্ছেন সেটি কতটা গুরুতর। এই সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করুন।

চাকরি ছাড়ার আগে যেই প্রতিষ্ঠানে নতুন জয়েন করতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানটি সম্পর্কে আগে ভালোভাবে খোঁজখবর নিন। নতুন চাকরির দায়িত্ব-কর্তব্য, ভবিষ্যৎ, সুবিধা-অসুবিধা সব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

প্রতিষ্ঠানের সব নিয়ম মেনে আপনার পদত্যাগপত্র জমা দেয়ার চেষ্টা করুন। যেন কোনোভাবেই কেউ আপনাকে অপেশাদার বলতে না পারে।

সহকর্মী ও কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে বিদায় নিন। কারণ এই সহকর্মীদের সঙ্গে আপনার ভবিষ্যতে কোথাও কাজ করতে হতে পারে। পুরনো প্রতিষ্ঠান থেকে প্রশংসাপত্র এবং ছাড়পত্র নিয়ে আসবেন।

অফিসে আপনার ব্যক্তিগত কিছু থেকে গেলো কীনা তা ভালো করে চেক করুন। আপনার ব্যক্তিগত ড্রয়ার, বিভিন্ন ফাইল, কম্পিউটার এগুলো চেক করতে ভুলবেন না।

Bootstrap Image Preview