Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চলতি মাসেই প্রকাশিত হচ্ছে ৩৯তম বিসিএসের ফল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৯:৪৯ AM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৯:৪৯ AM

bdmorning Image Preview


চলতি মাসেই প্রকাশিত হচ্ছে ৩৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল। বিশেষ এই বিসিএস থেকে প্রায় ৫ হাজার চিকিৎসককে নিয়োগের সুপারিশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে এই বিসিএসে পদসংখ্যা বাড়ানোর প্রয়োজন হলে তা বুধবারের মধ্যেই জানানোর জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে লেখা চিঠিতে চেয়ারম্যান বলেছেন, ৩৯তম বিসিএস পরীক্ষায় মোট ৪ হাজার ৭৯২জন সহকারী সার্জন/মেডিকেল অফিসারের চাহিদা ছিল। পরবর্তীতে গত বছরের ৮ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক পত্রের মাধ্যমে জানানো হয় আরো শূন্য দুই হাজার পদে সহকারী সার্জন/মেডিকেল অফিসার এবং ২৫০জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই চাহিদার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ যাবত কোনো অধিযাচন আসেনি।

এদিকে ৩৯তম (বিশেষ) বিসিএসের ফল সহসাই প্রকাশিত হচ্ছে। এমতাবস্থায় প্রকৃতপক্ষে যদি ৩৯তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ৪৭৯২ পদের অতিরিক্ত আরো কোনো শূন্য পদের সুপারিশের প্রয়োজনীয়তা থাকে, তাহলে তা ১৭ এপ্রিলের মধ্যে কমিশনে প্রেরণের জন্য দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। উল্লেখ্য, ৩৯তম বিসিএসের ফলাফল প্রকাশের পর আর এ পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রার্থীকে স্বাস্থ্য ক্যাডারের শূন্য পদে সুপারিশ করার সুযোগ থাকবে না।

Bootstrap Image Preview