Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কাদিয়ানিরা অমুসলমান, তাদের মেয়েকে বিয়ে করা যাবে না: আল্লামা শফী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ১০:৫৬ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ১০:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ‘কাদিয়ানিরা মুসলমান নয়, তারা অমুসলমান। তাদেরকে যারা অমুসলমান মনে করেন না তারাও অমুসলমান। কাদিয়ানিরা আমাদের শেষ নবীকে মানেন না সুতরাং তারা কাফির। যারা তাদের কাফির মানেন না তারাও কাফির।’

আজ মঙ্গলবার বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা তিনি।

আল্লামা শফী বলেন, ‘কাদিয়ানিদের মেয়েকে বিয়ে করা যাবে না, এদেরকে মেয়ে দেওয়াও যাবে না।’

হেফাজতে ইসলামের আমির বলেন, ‘কাদিয়ানিদের মুসলমান কবরস্থানে দাফন করা যাবে না। কাদিয়নিদের কোনো প্রকার সাহায্য করবেন না। যাদের আত্মীয়-স্বজন টাকা পয়সা নিয়ে কাদিয়ানি সম্প্রদায়ে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে ফিরিয়ে আনুন।’

আহমদ শফী বলেন, ‘যারা কাফির হয়ে গেছে, তাদের টাকা-পয়সা দিলে, দোযখের আজাবের কথা বললে তারা ফিরে আসবে। এ ব্যাপারে যুবকদের চেষ্টা করতে হবে।’

তিনি বলেন, ‘গোলাম আহমদ কাদিয়ানি নামে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে। সে কাফির। বিশ্বের বিভিন্ন দেশে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও ১৯৯৩ সালে হাইকোর্টের রায়ে এরা কাফির সাব্যস্ত হয়েছে।’

অবিলম্বে এই রায়কে কার্যকর করার দাবি জানান তিনি।

আল্লামা শফী আরও বলেন, ‘মুসলিম পরিচয়ে কাদিয়ানিরা এই দেশে বসবাস করতে পারবে না। এই দেশে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে সংখ্যালঘু হিসেবে থাকতে দেওয়া হোক।’

আল্লামা শাহ আহমদ শফীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে আনাস মাদানি।

Bootstrap Image Preview