Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধারালো রামদার ওপর দাঁড়িয়ে সৃষ্টিকর্তার প্রার্থনা করেন তারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৫:৪৩ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৫:৪৩ PM

bdmorning Image Preview


বাগেরহাটে বাংলা বছরের প্রথম দিনে রামদায়ের (ধারালো অস্ত্র) ওপর দাঁড়িয়ে স্রষ্টার আরাধনা করা হয়।

গ্রামের সকলের মঙ্গল কামনায় ১০৬ বছর ধরে প্রতি পহেলা বৈশাখেই জেলা সদরের কাড়াপাড়া ইউনিয়নের কাড়াপাড়া বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বাজারের পাশে জমিদার বাড়ির পুকুরে (কালকের দীঘি) রামদা নিয়ে ডুব দেয় ৩ যুবক। পরে পানি থেকে উঠে পুকুরের সিঁড়ি দাঁড়ায় তারা। এরপর প্রথমে ২ যুবক রামদাটিকে হাত দিয়ে ধরে রাখেন, পরে আরেক সাদা ধুতি পরে খালি শারীরে ধারালো অস্ত্রটির ওপর উঠে দাঁড়ান। ওই অস্ত্রের ওপর দাঁড়িয়ে পুরো বাজার ঘুরে অস্থায়ী ঠাকুর ঘরে ৭টি চক্কর দেন তারা। এ সময় সনাতন ধর্মালম্বী ভক্তরা উলু ধ্বনি দিয়ে ওই যুবকদের উৎসাহ দেন। পরে রামদা ধুয়ে ভক্তদের জল দেন পুরোহিত। রোগ মুক্তি ও মঙ্গল কামনায় এই জল পান ও শরীরে মাখেন ভক্তরা।

ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠান দেখতে আসা এক বৃদ্ধ বলেন, জমিদারদের আমল থেকেই এখানে রামদার ওপর দাঁড়ানো অনুষ্ঠান হয়ে আসছে। আমরা সকলে এদিন খুব আগ্রহ নিয়ে এটি দেখি। ভগবানের নৈকট্য লাভের জন্য প্রার্থনা করি।

রামদার ওপর দাঁড়ানো যুবক সাগর সাহা (৪১) বলেন, ১০৬ বছর ধরে আমাদের গ্রামে এ উৎসব চলছে। আমি ২৮ বছর ধরে নিয়মিত রামদার ওপর দাঁড়িয়ে আসছি। গ্রামের সকলের মঙ্গল কামনায় আমাদের এই আয়োজন।

উৎসবের পুরোহিত বিলেশ্বর চক্রবর্তী (৮২) জানান, আমরা ভগবানের কৃপা লাভের আশায় এ পূজা করি।

Bootstrap Image Preview