Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় বিনামূল্যে সার-বীজ পেল ৮৮০ কৃষক

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৪:৪০ PM

bdmorning Image Preview


মাগুরা সদর উপজেলা কৃষি অফিস চত্বরে ৮৮০ জন  কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের খরিপ-১ মৌসুমে উপশী আউস ধান চাষের জন্য বিনামূল্যে এ ধান বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ সময় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রুস্তুম আলী, সদর উপজেলা কৃষি অফিসার রুহুল আমীন প্রমুখ।

অনুষ্ঠানে ৮৮০ জন  কৃষকের প্রত্যেককে ৫ কোজি আউস ধানের বীজ, ১৫ কোজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, বিএনপির সময়ে দেশে খাদ্য ঘাটতি ছিল। সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষক ভাইদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করেছেন। এ কারণে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে দেশে কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের সাফল্য প্রচাররের জন্য কৃষকসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি।

Bootstrap Image Preview