Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নুসরাত হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে সালথায় শিক্ষার্থীদের মানববন্ধন

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৩:০৩ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৩:০৩ PM

bdmorning Image Preview


ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ন ও অগ্নিসংযোগের মাধ্যমে নৃশংসভাবে হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে ফরিদপুরের সালথায় মানবন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৫ এপ্রইল) সকাল ১১ টায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিণা আমজাদ আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হোসেন টিটুল মিয়ার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে নুসরাত হত্যা মামলা দ্রুত বিচার আইনের মাধ্যমে ঘাতক সিরাজ উদ-দৌলাসহ দোষীদের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমারত হোসেন, সহকারী প্রধান শিক্ষক অনিক এহসান, সহকারী শিক্ষক মোঃ লায়েকুজ্জামান, মৃদুল কুমার দাস, গুলশান আরা বেগম, সানজিদা আক্তার, আলী মুর্তাজা, মোহাম্মাদ আলী মোস্তফা প্রমুখ। 

উল্লেখ্য, ৬ এপ্রিল হত্যার উদ্দেশে নুসরাত জাহানের গায়ে আগুন ধরিয়ে দেয় মাদ্রাসার শিক্ষক সিরাজ উদ-দৌলা ও তার সহযোগিরা। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান নুসরাত জাহান রাফি। 



 

Bootstrap Image Preview