Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চরভদ্রাসনে নানা আয়োজনে নববর্ষ পালিত

মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি   
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ১২:৫২ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ১২:৫২ PM

bdmorning Image Preview


ফরিদপুরের চরভদ্রাসনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪২৬ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার সকালে পরিষদ চত্বর থেকে সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শোভাযাত্রাটি সদর বাজার প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে উপস্থিত সবার জন্য পান্তা ভোজের আয়োজন করা হয়।

এসময় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজি,এম,বাদল আমিন, নবাগত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, চরভদ্রাসন থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী, শিক্ষিকা লাকি আক্তার, মনিরুজ্জামান, সাংবাদিক মেজবাহ উদ্দিন, আঃ ওহাব মোল্যা, লিয়াকত আলী, উজ্জল হোসেন মোল্যা ও সাংবাদিক মোঃ মনির হোসেন পিন্টু সহ আরও অন্যান্য প্রমূখ।

পরে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। 
 

Bootstrap Image Preview