Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দেশে ফিরল মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ যুবকের মরদেহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০২:৩৩ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৩:২৪ PM

bdmorning Image Preview


মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি যুবকের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। আজ শনিবার ভোর ৪টার পর তাদের স্বজনরা লাশ নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১টা ৫ মিনিটে মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ ১৯৬ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

নিহতরা হলেন- চাঁদপুরের আল আমিন (২৪), সোহেল (২৪), নোয়াখালীর গোলাম মোস্তফা (২২), এবং কুমিল্লার মহিন (৩৭) ও রাজু মুন্সি (২৬)।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন জানায়,নিহতদের পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রবাসী কল্যাণ ডেক্স থেকে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

উল্লেখ্য,গত রবিবার রাত ১১ টার দিকে দেশটির কে এল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, জালান এস-৮ পেকেলিলিংয়ের পাশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ৫ জন বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসচালকসহ মারা যান আরও দুইজন।

Bootstrap Image Preview