Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাত্রলীগকর্মী হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৮:০৪ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৮:০৪ PM

bdmorning Image Preview
প্রতীকী


নাটোরে ছাত্রলীগকর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাস হত্যা মামলার রায়ে অভিযুক্ত চারজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় প্রদান করেন।

নাটোরের লালপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম মাস্টারের দুই ছেলে শামীম ও সুজন, একই গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল মতিন এবং কৃষ্ণপুর গ্রামের ইসমাইলের ছেলে শুকুর ওরফে বাবুকে মৃত্যুদণ্ড বাহাদুরপুর গ্রামের আসামি সান্টুকে যাবজ্জীবন দণ্ড দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনকে একই সাথে দশ হাজার এক টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে একই পরিমান অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শামীম ও শুকুর ওরফে বাবু আদালতে রায়ের সময়ে উপস্থিত ছিল।

মামলার রায়ে অভিযুক্ত ২৩ জনের মধ্যে ১৩ জনকে বেকসুর খালাস প্রদান করা হয় এবং অপর পাঁচজন আগেই খালাসপ্রাপ্ত হয়েছে।

প্রসঙ্গত, গত ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে নাটোরের লালপুর উপজেলার হাবিবপুর গ্রামের আব্দুস শুকুর মৃধার ছেলে ছাত্রলীগের কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাসকে তাদের বাড়ির সামনে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। নিহতের বাবা পরদিন লালপুর থানায় মামলা দায়ের করলে থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মোয়াজ্জেম হোসেন ৩০ এপ্রিল অভিযোগপত্র দাখিল করলে আদালত বিচারিক কার্যক্রম শুরু করে। শুনানী শেষে আদালতের বিচারক আজ এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় প্রদান করেন।

Bootstrap Image Preview