Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩ হাজার স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশে ফ্রিতে ইন্টারনেট সেবা দেবে অ্যামাজান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০৯:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


৩ হাজার স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশসহ সারা পৃথিবীতে ফ্রিতে ইন্টারনেট সেবা দেবে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। অ্যামাজন চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জেফ বেজোস ‘প্রজেক্ট কুইপার’ নামের একটি প্রকল্পের অধীনে ৩ হাজার ২৩৬টি কৃত্রিম উপগ্রহ পাঠানোর এ সিদ্ধান্ত নিয়েছেন।

অ্যামাজনের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট।

মূলত বিশ্বের ইন্টারনেটবঞ্চিত মানুষের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ ও ইন্টারনেটের গতি বৃদ্ধির লক্ষ্যে মহাকাশে ৩ হাজারেরও বেশি স্যাটেলাইট পাঠাবে অ্যামাজন।

উল্লেখ্য, এর আগেও জেফ বেজোস মহাকাশ প্রকল্পে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত ‘ব্লু অরিজিন’ প্রকল্পে তিনি প্রায় ১০০ কোটি বিলিয়ন ডলার বিনিয়োগ করেন।

Bootstrap Image Preview