Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিতাসে ভূমি সেবা সপ্তাহ ও উন্নয়ন কর মেলার উদ্বোধন

জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৭:১৯ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০৭:১৯ PM

bdmorning Image Preview


'রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কুমিল্লার তিতাসে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা মো. শওকত আলী, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূঁইয়া, কৃষি অফিসার মো. কামরুল হাসান মিতু ও ভূমি অফিসের নাজির মো. মিজানুর রহমানসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় জিনিয়াস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

মেলা উদ্বোধনের পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

Bootstrap Image Preview