Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শেরপুরে মাদক-জঙ্গিবাদ ও দুর্নীতি রোধে শিক্ষার্থীদের শপথগ্রহণ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৬:৫৫ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:০৯ PM

bdmorning Image Preview


শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই আর্দশ উচ্চবিদ্যালয় চত্ত্বরে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে (১০ এপ্রিল) উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে 'সততা স্টোর' উদ্বোধনী অনুষ্ঠানে এ শপথবাক্য পাঠ করান ইউএনও রুবেল মাহমুদ।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কাংশা ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহিদুল হক মনির প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিদ্যালয়টির পাঁচ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ে ‘সততা স্টোর’ এর উদ্বোধন করেন ইউএনও রুবেল মাহমুদ।

Bootstrap Image Preview