Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশের হেফাজত থেকে আসামী পলাতক, ৮ ঘন্টা পর পুনরায় গ্রেফতার

এম এ ইউসুফ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৬:৫৯ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৬:৫৯ PM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগরে গ্রেফতারকৃত আসামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে লিটন হোসেন (২৮) পালিয়ে যাবার ৮ ঘন্টা পর আবারো গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মেপ্রিল) সকাল অনুমান সাড়ে ৭টায় টয়লেট করতে গিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় একাধিক মামলার আসামী লিটন। লিটন রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মজিবর রহমানের ছেলে। 

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বসত বাড়িতে লিটনসহ আরো কয়েকজন মিলে ভাংচুর করে।

এছাড়াও সোমবার (৮ এপ্রিল) বিকালে প্রকাশ্যে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবু সাদাত সায়েমের উপজেলা সংলগ্ন অফিসের সামনে রাখা মোটরসাইকেল লিটনসহ ৩/৪ জন মিলে রড দিয়ে ভাঙচুর করে।

এসময় পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লিটনকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়।

আনোয়ার হোসেন সোমবার সন্ধ্যায়  লিটনকে প্রধান আসামী করে ১০-১২ জনের নামে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। লিটন অসুস্থ থাকার কারণে গ্রেফতারকৃত আসামী লিটনকে পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

পরে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় লিটন টয়লেট করতে গিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। 

এঘটনায় থানাপুলিশের মধ্যে তোলপার শুরু হলে পুলিশের একাধিক টিম মাঠে নেমে ৮ ঘন্টা ধরে বিভিন্ন স্থানের অভিযান চালিয়ে এ এস আই সিরাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার বগুড়ার জেলার আদমদীঘি উপজেলার ডাঙ্গাপাড়া নামক স্থানে রেল লাইনের পার্শ্বে কাশবনের ভিতর ঘুমন্ত অবস্থায় গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তারেকুর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসামী লিটন পালিয়ে যাবার পর বিভিন্ন্ স্থানে অভিযানের এক পর্যায়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়। 
 

Bootstrap Image Preview