Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রথম জানাজা শেষে নিজ ঠিকানায় সোহেল রানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০২:১৭ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০২:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বনানীর অগ্নিকাণ্ডে আহত হয়ে মৃত্যুবরণ করা ফায়ারম্যান সোহেল রানার প্রথম জানাজা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরে সম্পন্ন হয়েছে। এরপর সোহেল রানার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর গুলিস্তানে অবস্থিত ফায়ার সার্ভিস সদরদপ্তরে ফায়ারম্যান সোহেল রানাকে সম্মান জানায় তার সহকর্মীরা, এরপরে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সোহেল রানার নামাজে জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক, পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মীসহ আরও অনেকে।

দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পর পৈত্রিক নিবাস কিশোরগঞ্জের ইটনায় নেয়া হবে এবং সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে আগুনের সময় ওই ভবনে আটকে পড়াদের উদ্ধারের সময় আহত হন ফায়ার ফাইটার সোহেল রানা। পরে প্রথমে সিএমএইচ-এ নেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে ৫ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সোমবার ভোরে সেখানে চিকিৎসাধী অবস্থায় মারা যান সোহেল রানা।

Bootstrap Image Preview