Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কড়াকড়ির মধ্যেই যুবকের ফোনে মিলল এইচএসসির প্রশ্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৪:৫৬ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৪:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর প্রদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যেই নাটোরের গুরুদাসপুর থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড ও বেশ কয়েকটি প্রশ্নপত্রের মোবাইল স্ক্রিনশট উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রিপন আলী (২৩) ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

র‌্যাব-৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিপন আলীর বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি টিম। এ সময় রিপন আলীর ঘর তল্লাশি করে তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ৫টি সিমকার্ড জব্দ করে। পরে মোবাইল ফোন থেকে বেশ কয়েকটি প্রশ্নপত্রের স্ক্রিনশট জব্দ করা হয়।

আটক রিপন আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Bootstrap Image Preview