Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ফায়ারম্যান’ নামে কোনো সুপারহিরো’র গল্প নেই কেন..?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০২:২২ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বড়পুত্র নিষাদ ছোটবেলায় ফায়ার ফাইটার হতে চাইতো। এই সাড়ে চার কি পাঁচ বছর বয়সে! আমরা তখন নিউইয়র্কে, কর্কট রোগের সাথে যুদ্ধে ব্যস্ত। থাকতাম জ্যামাইকাতে। বাঙালি অধ্যুষিত এলাকা- প্রায় এক দিন পর পরই কোনো না কোনো বাসায় পোঁ পোঁ শব্দ করে ফায়ারট্রাক আসতো! টকটকে লাল রঙের বিশাল গাড়ি।

সেই গাড়ির সাইরেন শুনলেই নিষাদ দৌড়ে জানালার কাছে গিয়ে দাঁড়াতো। তার এক বছর বয়সী ছোট ভাই দৌড়াতো তার পিছে। যতক্ষণ গাড়ির শব্দ শোনা যেত ততক্ষণ তারা জানালার পাশে! নিষাদের চকচকে চোখ- 
“মা বড় হয়ে আমি ফায়ার ফাইটার হবো!”
“আচ্ছা বাবা। বড় হও- তারপর দেখা যাবে।”

গত কয়েকদিন ধরে এই কথাগুলো মনকে বড্ড পোড়াচ্ছে। আমার নিষাদ বড় হয়ে সত্যি সত্যি ফায়ারফাইটার হতে চাইলে আমি কি রাজি হবো! সোহেল রানা নামের এই হৃদয়বান মানুষটির মা কতো না স্বপ্ন নিয়ে তাঁর ছেলেকে বড় করেছেন! এই মানুষটাও হয়তো ছোটবেলায় সুপারহিরোদের গল্প পড়ে সেরকম কিছু হতে চাইতেন!

স্পাইডারম্যান.., সুপারম্যান..! আচ্ছা ‘ফায়ারম্যান’ নামে কোনো সুপারহিরো’র গল্প নেই কেন..?

Bootstrap Image Preview