Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নড়িয়ায় মাদকবিরোধী যৌথ অভিযান শুরু, আটক ২

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১২:৫৫ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০১:০২ PM

bdmorning Image Preview


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা অংশ হিসেবে শরীয়তপুরের নড়িয়ায় মাদকবিরোধী যৌথ অভিযান শুরু করেছে মাদারীপুর র‍্যাব- ৮ ও শরীয়তপুর জেলা পুলিশ।

মাদারীপুর র‍্যাব- ৮ ও শরীয়তপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের প্রথমদিন রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় নড়িয়ার বৈশাখীপাড়ায় ঝটিকা অভিযান ও পৌরসভার সামনে মেইন সড়কের বিভিন্ন গাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।

মাদারীপুর র‍্যাব- ৮ এলাকার মধ্যে নড়িয়া সখিপুর একটি দুর্গম ও মাদক প্রবণ এলাকা হওয়ায় নড়িয়ার পৌর ভবনে মাদারীপুর র‍্যাব- ৮ একটি অস্থায়ী ক্যাম্প করে নড়িয়া শরীয়তপুর জেলা পুলিশের সহযোগীতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় ভেদরগঞ্জ উপজেলার নুর ইসলাম গাইনের ছেলে মিন্টু গাইন (৩০) ও নড়িয়া উপজেলার মৃত হাসেম শেখের ছেলে নাঈম শেখকে (২২) ১'শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে এদের শরীর তল্লাশি করে তাদের প্যান্টের পকেটে এই গাঁজার পোটলা পাওয়া যায়। পরে আটক দু'জনকে নড়িয়া থানা পুলিশের কাছে দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন, মাদারীপুর র‍্যাব- ৮ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন ও নড়িয়া থানা সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান।

মাদারীপুর থেকে নড়িয়া উপজেলার দূরত্ব বেশি হওয়ায় এত দূর থেকে এসে অভিযান পরিচালনা করাটা সমস্যা হয়ে দাঁড়ায় তাই নড়িয়াতে র‍্যাবের একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে।

র‍্যাব ও পুলিশ জানায়, নড়িয়া উপজেলাটি একটি অত্যন্ত মাদক প্রবণ এলাকা। নড়িয়া উপজেলার বিভিন্ন দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে প্রচুর পরিমাণে মাদকের ব্যবহার হয়। শরীয়তপুর জেলার অন্যান্য উপজেলার চাইতে নড়িয়াতে মাদকের প্রবণতা অনেকাংশে বেশি। তাই এই এলাকা থেকে মদকের ভয়াবহতা দূর না হওয়া পর্যন্ত আমাদের এই মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে।

তারা আরও জানান, আটককৃতদের নামে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে এবং সোমবার (৮ এপ্রিল) সকালে এদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview