Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কালকিনিতে ভুয়া প্রশ্নপত্র ফাঁস, প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

আবু নাসের হুসাইন, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৮:৩৬ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৯:১৮ PM

bdmorning Image Preview


ফরিদপুরে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহকারী তপন বাড়ৈ (২০) নামে এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে র‌্যাব।

রবিবার (৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে কালকিনি থানাধীন খলিশাডুবি এলাকায়  অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে কালকিনি থানাধীন খলিশাডুবি এলাকায় অভিযান পরিচালনা করে। অনলাইনে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহকারী তপন বাড়ৈ (২০) নামে এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে র‌্যাব। তপন উপজেলার খলিশাডুবি গ্রামের নিকুঞ্জ বাড়ৈ এর ছেলে।

মাদারীপুর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন, অভিযুক্ত তপন বাড়ৈ (২০) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুয়া আইডি খুলে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহকারী ভুয়া গ্রুপ তৈরি করে।

গ্রুপে এইচএসসি পরীক্ষার্থীদেরকে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে ইতিমধ্যে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত তপন বাড়ৈকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সীম কার্ড জব্দ করা হয়।

উল্লেখ্য, অভিযুক্ত তপন বাড়ৈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রাজশাহী এর ৩য় সেমিষ্টারের ছাত্র। অভিযুক্ত তপন বাড়ৈকে মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়।

Bootstrap Image Preview