Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাহিরপুরে সুবিধাবঞ্চিত ৪০ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৩:০৩ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৩:০৩ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুরের হাওরাঞ্চল ও সীমান্ত জনপদের সুবিধাবঞ্চিত মেধাবী ৪০ ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) উপজেলার শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে ছাত্রীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেয়া হয়।

প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে এলজিএসপি-৩'র অর্থায়নে উপজেলার পাঁচটি উচ্চ বিদ্যালয়ের ও কলেজের ৪০ ছাত্রীকে বিনামূল্যে ৪০টি বাইসাইকেল দেয়া হয়।

উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ইউপি সদস্য মিনারা বেগমের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খসরুল আলম খসরু।

এ সময় উপজেলার ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক স্বুল এন্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আলম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল, বাগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রায়, কলাগাও চারাগাও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ডালিম, ইউপি সদস্য আলী হোসেন সহ এলাকার সুশীল সমাজেহর লোকজন উপস্থিত ছিলেন। 

উপজেলার ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক স্বুল এন্ড কলেজ, জনতা উচ্চ বিদ্যালয়, বাগলী উচ্চ বিদ্যালয়, কলাগাঁও চারাগাঁও নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও হাওর বাংলা টেকনিক্যাল স্কুল ও কলেজের ছাত্রীদের মধ্যে বাইসাইকেলগুলো বিনামূল্যে বিতরণ করা হয়।
 

Bootstrap Image Preview