Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের মিডিয়াগুলো মারামারি ছাড়া আর কিছুই দেখায় না: পররাষ্ট্রমন্ত্রী

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০২:৪৭ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০২:৪৭ PM

bdmorning Image Preview


পররাষ্ট্র মন্ত্রী  ড. এ. কে. আব্দুল মোমেন এমপি বলেছেন, ‘আমাদের দেশের মিডিয়াগুলো মারামারি ছাড়া আর কিছুই দেখায় না। আমেরিকাতে প্রতিবছর হাজারখানের লোক পুলিশ মেরে ফেলে। তার একটা নাম বা ছবিও মিডিয়াতে দেখা যায়নি। আমাদের মিডিয়াকেও পরিবর্তন হতে হবে। মারামারি কাটাটারির পরও যে একটা দেশ আছে, সেটা তুলে ধরতে হবে।  আমাদের দেশের মিডিয়া গুলোকে আরো দায়িত্বশীল হতে হবে। নেগেটিভ নিউজ পরিহার করে পজেটিভ নিউজ করতে হবে। 

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রনালয়ের আমন্ত্রনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘুরতে এসে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গল্ফ এ সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী  ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, ‘ঢাকা একটা সীমাবদ্ধ জায়গা। বাংলাদেশকে জানার মতো কূটনীতিকদের তেমন সুযোগ হয় না। আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য্য দেখানো বাংলাদেশকে জানা ও বিনোদনের জন্যই জন্য বিদেশি রাষ্ট্রদূতদের নিয়ে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আজ তাদের নিয়ে আসা। আমাদেরও গর্ব করার অনেক কিছু আছে, মারামারি কাটাকাটির পরেও যে একটা দেশ আছে, কত সুন্দর কতকিছু আছে, পরিবেশ-প্রকৃতি, গান, সংস্কৃতি আছে। তা দেখানোর জন্য যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ ৫৩টি দেশের রাষ্ট্রদুত ও তাদের পরিবারের সদস্য এবং কয়েকটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে শ্রীমঙ্গলে আসা’। এর মাধ্যমে বিদেশী রাষ্ট্র গুলোর সাথে আমাদের দেশের আরো সুসর্ম্পক তৈরী হবে’ বলে যোগ করেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগারো বারো লক্ষ রোহিঙ্গাদের আমরা কিভাবে খাবাবো, পড়াবো। এখন বিদেশী সাহায্যের পরিমানও কমে আসছে। তাছাড়া সামনে বৃষ্টির দিন আসছে। তাই রোহিঙ্গারা যেন খুব তাড়াতাড়ি তাদের দেশে ফেরত যায় তার জন্য আমারা যত ধরনের তৎপরতা সব চালাচ্ছি। এছাড়া রোহিঙ্গারা যেন তাদের এলাকা ছাড়া অন্য কোথাও না যায় তার জন্যও যথেষ্ট ব্যবস্থা নিয়েছি’।

দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘দেশে কিছু লোক আছে দুর্নীতিতে নিমজ্জিত। বিমানের উদাহরণ দিয়ে বলেন বাংলাদেশ বিমানের টিকিট কাটতে গেলে টিকিট পাওয়া যায় না। ৪১৯ জনের প্লেন। অথচ বিমানে উঠলে দেখা যায় মাত্র ৫৩ যাত্রী। পুরো সিট খালি। কোটি কোটি টাকা বিমানকে লস (লোকসান) দেখিয়ে চুরি করছেন তারা। এই চোরদের সরকার সনাক্ত করতে পেরেছেন। তাদের বিরুদ্ধে অবশ্যই আইনী ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ এগিয়ে চলছে এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানে রয়েছেন’।

পররাষ্ট্র মন্ত্রী বিফ্রিং এ আরো বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে ১কোটি ১৬ লক্ষ প্রবাসী বিদেশে রয়েছেন। বাংলাদেশী মহিলা পুরুষদের বিদেশে যাওয়ার পর সবচেয়ে বেশী সমস্যায় পড়েন ভাষাগত কারণে। তারা ইংরেজিও বলতে পারে না, আরবিও বলতে পারেনা। তাই এজন্য বিদেশ যাওয়ার আগে সম্প্রতিকালে সরকার তাদের ভাষা শিখানো এবং ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাচ্ছে। তবে যারা বিদেশে গিয়ে সমস্যায় পড়ছে তাদের জন্য সরকার আশ্রয় কেন্দ্র গড়ে তুলেছে। অনেকেই সেখানে আশ্রয় নিচ্ছে এবং তাদের অনেকেই দেশে আসতে চায়না’।

তিনি আরো বলেন, ‘শমসেরনগর বিমান বন্দর এক সময় চালু ছিল, এখন বন্ধ। আপনারা মিডিয়া কর্মীরা তথ্য বহুল রিপোর্ট করেন, নিশ্চয় চালু হবে। তবে কবে হবে তিনি জানেন না’।

এর আগে পররাষ্ট্র মন্ত্রী বিভিন্ন দেশের কূটনৈতিকসহ অতিথিদের নিয়ে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গল্ফ এ পৌঁছালে তাদের বাদ্যযন্ত্র মণিপুরী নৃত্য ও ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এসময় মৌলভীবাজার জেলা প্রসাশক মো: তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো: শাহ জালাল, এডিসি (রাজস্ব) আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, অফিসার ইনচার্জ কে এম নজরুল উপস্থিত ছিলেন।

আগত রাষ্ট্রদূতদের মধ্যে ছিলেন, ভারত, ইতালী, লিবিয়া, কোরিয়া, মালয়েশিয়া, মরক্কো, নেপাল, আফগানিস্তান, ভূটান, ব্রাজিল, কুয়েত, কানাডা, ফ্রান্স, তুর্কি, ইউএসএ, ওমান, জাপান, ফিলিপাইন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর ও পাকিস্তানসহ ৫৩টি রাষ্ট্র। এছাড়া উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপি, সার্ক, ব্রিমস্টেক, ইউএনএফপিএ, ইউসিকেইএফ বিডি, ইউএনএইচসিআর, ইউএসডিএসএস।

বিকেলে রামনগর মণিপুরি গ্রাম পরিদর্শন এবং তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান শেষে ইস্পাহানি চা বাগান ও চা বাগান কারখানা পরিদর্শন করেন। আজ শনিবার সকালে ঢাকার উদ্দেশ্যে তারা শ্রীমঙ্গল ত্যাগ করেছেন। 

Bootstrap Image Preview