Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে বোরো ধান কাটা শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৯:২১ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৯:২১ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরগুলোতে চলতি মৌসুমে প্রথমবারের মত আগাম বোরো ধান কাটা শুরু হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি সরজমিনে জেলার ধর্মপাশার চন্দ্র সোনার থাল হাওরে কৃষকদের ধান কাটা পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী হাওরে ব্রি-ধান ২৮ কাটা দেখেন এবং হাওরে উপস্থিত কৃষদের ও ধানকাটার ধাওয়ালীদের সাথে কথা বলেন।

একই দিন প্রতিমন্ত্রী জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা উপজেলার একাধিক বোরো ফসলী বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন। 

এসময় পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, মোহাম্মদ এমরান হোসেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের পওর-১/২ এর নির্বাহী প্রকৌশলীদ্বয়, সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview