Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিলাবৃষ্টিতে কলেজের টিনের ছাউনি ফুটো, পাঠদান ব্যাহত

খালিদ হোসেন মিলু, বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি 
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৬:৪০ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৬:৪০ PM

bdmorning Image Preview


নওগাঁর বদলগাছীতে উপজেলার সদর ইউপির ছোটকাবলা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের টিনের ছাউনি প্রচণ্ড  শিলাবৃষ্টিতে শতভাগ ফুটো হয়ে যাওয়ায় পাঠদান ব্যাহত হয়ে পড়েছে। 

মঙ্গলবার  বেলা ৩ টার পর থেকে শুরু হয় কালবৈশাখী ঝড় ও প্রচণ্ড শিলাবৃষ্টি। প্রায় ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টি হয়। এলাকার শত শত বাড়ি ঘড়ের টিনের ছাউনি ছিদ্র হয়ে যায়। মাঠে মাঠে গম আর ধান ভেংগে পড়ে। শত শত বিঘা ফুলক্ষেত নষ্ট হয়ে গেছে। আমের বাগানগুলিতে শুধু গাছ খাড়া হয়ে আছে ঝড়ে পড়েছে আম ও পাতা। ঝড় ও শিলাবৃষ্টিতে এলাকার ব্যাপক ক্ষয়-ক্ষতির পাশাপাশি শিলাবৃষ্টির আঘাতে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট কাবলা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ। এই কলেজের ছাউনি এমনভাবে ছিদ্র হয়ে গেছে যে ঘড়ের মধ্যে থেকে উপরের দিকে তাকালে মনে হবে যেন মাথার উপরে আকাশের তারা জ্বলছে। 

চলতি মৌসুমে আগাম বৃষ্টিপাত শুরু হয়েছে। সামনে বর্ষাকাল। জরুরি ভিত্তিতে কলেজের ছাউনি সংস্কার না করলে ছাত্র-ছাত্রীরা ক্লাস করতে পারবে না। বৃষ্টির পানি সব শ্রেণিকক্ষে পড়ছে। অত্র কলেজের অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন বলেন নিজস্ব অর্থায়নে কলেজের ঘড় নির্মাণ এবং ছাউনি দেওয়া হয়েছে। সরকারিভাবে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। 

২০১০ সালে কলেজটি পাঠদানের অনুমতি পেয়েছে। এখন পর্যন্ত এমপিও ভুক্তি হয়নি। এজন্য প্রতিটি শিক্ষক-কর্মচারী বিনা বেতনে শিক্ষাদান করছে। তারা মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় নিজস্ব  অর্থায়নে কলেজের ক্ষতিগ্রস্থ ছাউনি মেরামত করা সম্ভব নয়। তাই কলেজ কৃর্তপক্ষ সংশ্লিষ্ট কৃর্তপক্ষের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।

Bootstrap Image Preview