Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ড্রেজিংয়ে ভারতের চেয়ে বাংলাদেশের সক্ষমতা বেশি’

মেহেদী হাসান সোহাগ (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৭:৫৬ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৮:১৮ PM

bdmorning Image Preview


নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ড্রেজিংয়ে ভারতের চেয়ে বাংলাদেশের সক্ষমতা বেশি। গত ১০ বছরে নৌ-পরিবহন খাতে যে কাজ হয়েছে। তার আগের ৩৮ বছরেও সেই কাজ হয়নি।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, বঙ্গবন্ধু যা শুরু করেছিলেন সেখানেই ছিল নৌখাত। শেখ হাসিনা এটাকে আন্তর্জাতিক মানে নিয়ে গেছে। আপনারা জানলে খুশি হবেন ভারতের চেয়েও এ খাতে আমাদের সক্ষমতা বেশি।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী  এ নৌরুটকে সবচেয়ে বড় নৌরুট আখ্যা দিয়ে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের সময় আমাদের ড্রেজারের সংখ্যা ছিল ৭টি। এখন আমাদের ড্রেজারের সংখ্যা ৪০ ছাড়িয়ে গেছে। আরো ৩৫টি ড্রেজার সংগ্রহের কাজ চলছে। তাই বুঝতেই পারছেন নদীকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি। 

নৌ নিরাপত্তার ক্ষেত্রে তিনি জানান, নৌ নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। বিআইডব্লিউটিএ সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি সবাইকে নৌ আইন মেনে চলার আহ্বান জানান। 

এসময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

Bootstrap Image Preview