Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু 

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৩:০৩ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৩:০৩ PM

bdmorning Image Preview


নওগাঁর পত্নীতলায় পৃথক দুটি ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, পত্নীতলা উপজেলার উষ্টি গ্রামে একটি গভীর নলকূপের বিদ্যুৎ লাইন থেকে পুকুরে পানি সেচের জন্য কাজ করছিল মৃত.আবু মোহাম্মদের ছেলে গোলাম মোস্তফা(৪৫) ও মৃত.শামসুউদ্দিনের ছেলে মোজাফফর রহমান(৩০)। এ সময় অসাবধানতা বশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে তারা। এতে বিদ্যুতায়িত হয়ে সেখানেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে তাদেরকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা দু'জনকেই মৃত ঘোষণা করে। তারা দুজনেই উষ্টি গ্রামে বসবাস করতেন।

অপরদিকে উপজেলার নজিপুর পৌরসভার চকশিবরাম টেলিপাড়া গ্রামে এরফান আলী( ২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা এরফান আত্মহত্যা করে থাকতে পারে। তার পরিবারের সদস্যরা জানায়, সকালে স্বয়ং ঘরে এরশাদের মৃতদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

পত্নীতলার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

Bootstrap Image Preview