Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিভক্তি নেই, এরশাদের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ: রওশন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০২:২০ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০২:২০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ জানিয়েছেন, জাতীয় পার্টিতে (জাপা) কোনো বিভক্তি নেই। তিনি বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই। এরশাদের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় যুব সংহতির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

এরশাদকে দক্ষিণ এশিয়ার উন্নয়নের রূপকার উল্লেখ করে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান বলেন, তাকে (এরশাদ) দমিয়ে রাখতেই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জাপার শাসনামল যদি আবার ফিরিয়ে আনতে হয়, তাহলে পার্টিকে আরও শক্তিশালী করতে হবে এবং সংগঠিত করতে হবে। না হলে আমরা সে লক্ষ্যে পৌঁছাতে পারব না।

এ সময় বনানীর অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের দায়ীদের শাস্তির আওতায় নিয়ে আসারও আহ্বান জানান রওশন এরশাদ। একই সঙ্গে দলের সবাইকে সুসংগঠিত থাকারও আহ্বান জানান তিনি।

Bootstrap Image Preview