Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগুনের ভয়াবহতা দেখে পানির পাইপ কাঁধে তুলে নিলেন এমপি জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৯:০৭ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৯:০৭ PM

bdmorning Image Preview


নওগাঁয় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সা‌র্ভিসের পাশাপাশি যোগ‌ দেয় বেশ কজন তরুণ। মুহূর্তে এ‌গিয়ে আসেন নওগাঁ সদরের এম‌পি ব্যা‌রিস্টার নিজাম উ‌দ্দিন জ‌লিল জন।

সোমবার (১ এপ্রিল) দুপুরে ডাবপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে এগিয়ে আসা এমপি জনের ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।

তানভির রহমান নামে একজন তার ফেসবুকে ছবি শেয়ার করে লিখেন,

আজ নওগাঁ জেলায় আগুন লাগলে ওই এলাকার মাননীয় M.P মহোদয় ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন আগুন নেভাতে পানির পাইপ ধরে ফায়ার সার্ভিস কর্মীদের সাহায্য করেন।
ভালোবাসার একটা মানুষ।

Respect ❤

জানা যায়, আরএফরএল প্লা‌স্টিক পণ্যের ডিলার জনৈক মজনু’র বা‌ণিজ্যালয় নামের পাঁচতলা ভবনের চার তলাতে অ‌গ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

ফায়ার সা‌র্ভিস ক‌র্মীদের খবর দেয়া হয়। কিন্তু মেইন রাস্তাতে সংস্কার কাজ চলমান থাকায় এবং রাস্তায় জানজট থাকায় ফায়ার সা‌র্ভিসের কিছুটা দেরি হয়। এছাড়াও এলাকা‌টি ব্যস্ততম এবং গ‌লিযুক্ত হওয়ায় চলাচলে ব্যাঘাত ঘটে।

এক পর্যায়ে ফায়ার সা‌র্ভিস উদ্ধারকারী দল প্রায় ৫০০ হাত দূরে নদী থেকে পা‌নি নিয়ে সকলের সর্বাত্মক সহযোগিতায় আগুন নিয়‌ন্ত্রণে আনে।

এ‌দিকে আগুন লাগার ঐ মুহূর্তে খবর পাওয়া মাত্র ও‌সি আব্দুল হাই ফোর্সসহ ছুটে আসেন। বি‌ল্ডিংয়ে অবস্থানরতদের জীবন বাঁচাতে তি‌নি গাছ বেয়ে, ছাদ বেয়ে, এক ভবন থেকে আরেক ভবনে। এভা‌বে তিনি তিন ও চার তলায় অবস্থানরতদের নি‌চে না‌মিয়ে আনার প্রাণপণ চেষ্টা চালান।

এ সময় স্থানীয় এম‌পি ব্যা‌রিস্টার জন খবর পেয়ে মুহূর্তে এ‌গিয়ে আ‌সেন। তি‌নিও আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তার জন্য নিজ হাতে প্রাণপণ চেষ্টা করেন এবং সকলকে আহবান জানান।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী ফায়ার সার্ভিসের কন্টোল রুমের দায়িত্বরত উজ্বল আলী জানান, দুপুর দুইটার দিকে আগুনের সূত্রপাত হয়েছে। ধারণা করা হচ্ছে প্লাস্টিকের গুদাম থেকে আগুন লেগেছে।

Bootstrap Image Preview