Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে মোবাইল চুরি, হাতুড়ি দিয়ে পিটিয়ে ভ্যানচালককে হত্যা

মেহেদী হাসান, মাদারীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০১:৪২ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০১:৪৬ PM

bdmorning Image Preview


মাদারীপুরে মোবাইল চুরির ঘটনায় হাতুড়ি পেটায় গুরুতর আহত হয় রাসেল (২৫) নামে এক ভ্যানচালক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোমবার (১ এপ্রিল) সকালে তিনি মৃত্যুবরণ করেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৭ মার্চ) রাতে সদর উপজেলার গগনপুর বাজার থেকে করদী এলাকার সামচু কাজীর ছেলে রাসেল কাজী একই এলাকার মৃত হাবি খা'র ছেলে ভ্যান চালক রাসেলে খা'কে ডেকে নিয়ে মোবাইল চুরির অভিযোগে কথা কাটাকাটি করে। 

এক পর্যায়ে হাতুরি দিয়ে এলোপাতারি পিটিয়ে মারাত্মক জখম করলে প্রথমে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসার উন্নতি না হওয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ৪ দিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় তিনি।

ভ্যানচালক রাসেলের বাবা মারা যাওয়ার পর থেকে তার মামা ইসলাম চৌকিদার ঘটমাঝি ইউনিয়নে মামা বাড়িতে মাকে নিয়ে থাকত।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

Bootstrap Image Preview