Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধামরাইয়ে উপ-নির্বাচনের চূড়ান্ত ফলাফল স্থগিত

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১১:৩২ AM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১১:৩২ AM

bdmorning Image Preview


ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে কান্দাপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট অনিয়মের অভিযোগে ভোটের চূড়ান্ত ফলাফল স্থগিত করেছেন নির্বাচন কমিশনার।

রবিবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে ধামরাই উপজেলা হলরুমে ১৪৮টি কেন্দ্রের মধ্যে ১৪৭টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ ১৪৭টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন। 

স্থগিত রাখা কান্দাপটল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ১৮৯১ জন।

রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জানান, একটি কেন্দ্র বাদে সবক'টি কেন্দ্রের বেসরকারিভাবে ফলাফল দেয়া হয়েছে। একটি কেন্দ্র প্রিজাইডিং অফিসার কতৃক অনিয়ম হওয়ার কারণে সেই কেন্দ্রের ফলাফল জানানো হয়নি। সেই কেন্দ্রটির নির্বাচন হবে কিনা বা কি করে কেন্দ্রটির ফলাফল প্রকাশ করা হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে ধামরাইয়ের ১৪৭ কেন্দ্রের ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকে মিজানুর রহমান পেয়েছেন ৩৯ হাজার ১ ভোট, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মোহাদ্দেস পেয়েছেন ৪০ হাজার ৫'শ ৬৩ ভোট, লাঙ্গল প্রতীকে দেলোয়ার পেয়েছেন ৮'শ ৩৪ ভোট, মসাল প্রতীকে শেখ আনোয়ার পেযেছেন ১'শ ২১ ভোট।

এর আগে রবিবার দুপুরে কান্দা পটল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট অনিয়মের অভিযোগে ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সাটুরিয়া উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আবুল বাসার'কে আটক করেন নির্বাহী  ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ।

উলেখ্য, ধামরাইয়ে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৪'শ ১৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭'শ ৩২ জন, মহিলা ভোটার ২ লাখ ৫ হাজার ৩'শ ৪০ জন। এ উপজেলায় কেন্দ্রের সংখ্যা ১৪৮টি।


 

Bootstrap Image Preview