Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাজেট আসলেই ভ্যাট বাড়ে: এনবিআর চেয়ারম্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১০:২৬ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১১:০১ PM

bdmorning Image Preview


এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, বাজেট আসলেই ভ্যাট বাড়ে। কারণ মুষ্টিমেয় কয়েকজন মানুষের জন্য অন্যরা ভ্যাট দেয় না। আমরা এটা পরিবর্তন করব।

রবিবার (৩১ মার্চ) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে নতুন ভ্যাট আইন নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

এনবিআর চেয়ারম্যান আরো বলেন, ভ্যাট আইন সংশোধনের জন্য গঠিত কমিটি এফবিসিসিআইয়ের সাথে ইনফর্মাল বৈঠক করেছে তবে তাদের ফর্মাল মতামত এখনো পাওয়া যায়নি।

ভেট কালেকশনের জন্য ইলেকট্রনিক মেশিন দেয়া হবে বলে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, সারাদেশে ৫০ হাজার মেশিন দেওয়া হবে এবং দশটা মেশিনের জন্য একজন করে পর্যবেক্ষক থাকবে। এতে যত টাকা আসবে পুরোটাই এনবিআরের কাছে জমা দিতে হবে।

নতুন অর্থবছরে ৫০ শতাংশ পণ্যের ভ্যাট থাকবে না বলে জানিয়ে মোশারফ হোসেন বলেন, অনেকগুলোতে ট্যারিফ থাকবে না।ত্রিশটিবৈঠক করে আইন সংশোধন করা হয়েছে। ২০১৭ সালের প্রজ্ঞাপন জারি করা আইন ২০১৯ সাল থেকে কার্যকর হবে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview