Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পণ্যের ভ্যাট কমে হবে ৫ থেকে ১০ শতাংশ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৯:২৭ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৯:৪৮ PM

bdmorning Image Preview


আগামী অর্থবছরে পণ্যের ভ্যাট কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, নতুন অর্থবছরে পণ্যের ভ্যাট করা হবে ৫ থেকে ১০ শতাংশ। আর এইগুলো হবে কনজিউমার লেভেলের। তবে মোবাইল ফোনে কথা বলা, গ্যাস এবং সিগারেট- এসব পণ্যে ১৫ শতাংশ ভ্যাট বহাল থাকবে।

আজ রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে ভ্যাট আইন ও প্রারম্ভিক বিষয়াদি নিয়ে বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

কাউকে ব্যথা দিয়ে ভ্যাট আদায় করা হবে না বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ভ্যাট দিলে কেউ ঠকবে না। জাতির স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

বৈঠকে অর্থমন্ত্রী আরও বলেন, ২০১২ সালের ভ্যাট আইন আগামী অর্থবছর ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। আর নতুন অর্থবছরের প্রতিপাদ্য হবে ‘ভ্যাট দিব না এটা হবে না’।

মুস্তফা কামাল আরও বলেন, ঢাকা শহরে তিন থেকে সাড়ে তিন লাখ মানুষ ভ্যাট দিতে পারে কিন্তু তারা দেয় না। আমাদের দেশে ৪ কোটি মধ্যম আয়ের মানুষ রয়েছে কিন্তু ভ্যাট দেয় ১৬ লাখ মানুষ।

ঋণগ্রহীতা ও ব্যাংকগুলোর মধ্যে পারস্পরিক সুবিধার ব্যবস্থা করা হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকগুলো থেকে লোন নেওয়ার পরিমাণ বাড়ছে কিন্তু আদায়ের পরিমাণ কমছে এটা হতে পারে না।

কারো উপর বোঝা চাপিয়ে ভ্যাট আদায় করা হবে না বলেও জানান তিনি

আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে ভ্যাট দিতে হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে যারা ভ্যাট দেয় তারাই দেয়, অন্যরা দেয় না।

বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview