Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বস্তাভর্তি জালভোট: মৈত্রী হলের সেই প্রাধ্যক্ষকে অব্যাহতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৫:৩৫ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৫:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দীর্ঘ ২৮ বছর পর ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে থেকে বস্তাভর্তি সিলমারা ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় জড়িত থাকার দায়ে সাবেক ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ শবনম জাহানকে এবার শিক্ষক হিসেবেও চাকরি থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

এর আগে গত ১১ মার্চ ডাকসু নির্বাচনের দিন তাৎক্ষণিকভাবে তাকে প্রাধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপকের পদ থেকে শবনম জাহানকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে চাকরি থেকে স্থায়ীভাবে কেন অব্যাহতি দেয়ার হবে না- এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান হলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক খন্দকার বজলুল হক। সিন্ডিকেট সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সোমবার (১১ মার্চ) ডাকসু এবং ১৮টি হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রলীগ ছাড়া সবগুলো প্যানেলই নির্বাচন বর্জন করে। এরপর থেকেই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্যানেলগুলো।

এদিকে নির্বাচনে ভিপি নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। জিএস পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও এজিএস পদে ঢাবি শাখা ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম হোসাইন নির্বাচিত হন।

 

Bootstrap Image Preview