Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিডনি বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারে ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৪:৪৭ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৪:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারে ধোঁয়া দেখার পর জরুরি সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে দ্রুত তা খালি করে দেয়া হয়। ধোঁয়ার ঘটনার পর বিঘ্নিত হয় বিমান চলাচল, মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ধোঁয়া দেখেই বিমান চলাচলের নিয়ন্ত্রণ টাওয়ার ফাঁকা করে দেওয়া হয়। পরে ধোঁয়ার উৎস শনাক্ত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

এয়ার সার্ভিসেস অস্ট্রেলিয়া জানায়, বিমানবন্দরে এখন বিমান অবতরণ করেছে। কিছু পরে বিমানবন্দর পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরে আসবে।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম বলছে, এই ঘটনার জেরে বিমানের যাত্রীরা অন্তত দুই ঘণ্টার বিলম্বের ফাঁদে পড়েন।

এখন বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে বলে জানায় এয়ার সার্ভিসেস অস্ট্রেলিয়া।

Bootstrap Image Preview