Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জাতিসংঘের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৩:৫৭ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৩:৫৭ PM

bdmorning Image Preview


সন্ত্রাসবাদে অর্থ যোগান বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সদস্য দেশগুলোর আহ্বান জানানো হয়েছে।

এই পুরো পক্রিয়া যেন ভালভাবে করা যায় সেজন্য আইন তৈরির পরামর্শ দিয়েছে নিরাপত্তা পরিষদ। এ বিষয়ে ফ্রান্সের তৈরি করা প্রস্তাব সর্বসম্মত ভাবে গ্রহণ করেছে কাউন্সিল। এতে বলা হয়েছে, গুরুতর অপরাধ যাতে সংগঠিত হতে না পারে সেজন্য আইন আরও কঠোর করতে হবে।

যারা সন্ত্রাসবাদে অর্থ জোগান দিচ্ছে তাদের খুঁজে বের করা জরুরি। পাশাপাশি এই খাতে কেউ কোনও আর্থিক সাহায্য পাচ্ছে কিনা জানতে পৃথক প্রতিষ্ঠান গঠনের কথাও বলা হয়েছে। এভাবে আগে কোন প্রস্তাব পাশ করা হয়নি।

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবর উদ্দিন বলেছেন, জাতিসংঘ মনে করে সন্ত্রাস দমনে ভারতের সদিচ্ছা আছে। জাতিসংঘ সবদিক থেকে বিবেচনা করেই এই প্রস্তাব পাশ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সমস্ত দেশ সন্ত্রাস বৃদ্ধির জন্য ক্ষমা চায় তারা ঘুরপথে এখনও সন্ত্রাসবাদীদের সাহায্য করবে।

জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহম্মদের প্রধান মাসুদ আজাহারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করতে চায় যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশগুলোও। জাতিসংঘে নিজেদের বক্তব্যও জানিয়েছে তারা। কিন্তু একেবারে শেষ শেষ মুহূর্তে চীন ভেটো না দিলে মাসুদকে এতদিনে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করে দিত জাতিসংঘ।

তবে চীনের এই পদক্ষেপের দু'সপ্তাহ পর নতুন কৌশল অবলম্বণ করছে যুক্তরাষ্ট্র। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী, কোথাও যাওয়ার ক্ষেত্রে মাসুদকে সমস্যায় পড়তে হবে। বাজেয়াপ্ত হবে তার সম্পত্তি। এই প্রস্তাবকে সমর্থন করেছে ব্রিটেন থেকে শুরু করে ফ্রান্সের মতো দেশও। ফ্রান্স অবশ্য আগেই নিজেদের দেশে মাসুদের সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করেছে।

Bootstrap Image Preview