Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলকলি ও বে ফিশিংকে লাখ টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১১:৩৫ AM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ১১:৩৮ AM

bdmorning Image Preview


অপরিশোধিত তরল বর্জ্যে খালকে দূষিত করায় চট্টগ্রামের পটিয়ায় খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (২৭ মার্চ) শুনানি শেষে ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।

তিনি আরো বলেন, ফুলকলি নামক প্রতিষ্ঠানটি ইটিপি অকার্যকর রেখে অপরিশোধিত বর্জ্য পার্শ্ববর্তী সার্জেন্ট মহিউল আলম খালে নির্গমন করে। এই নির্গমনের ফলে উক্ত খালের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। যা খালের পাশে অবস্থিত ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ ব্যাপকভাবে ব্যাহত করছে।

সরেজমিন পরিদর্শনে প্রাথমিক প্রমাণ মেলার পর বুধবার (২৭ মার্চ) প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে শুনানিতে ডাকা হয়। শুনানি শেষে ইটিপি অকার্যকর রেখে বাইপাস লাইনের মাধ্যমে বর্জ্য খালে নির্গমন করে খালের পানি দূষণ করায় প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে নগরের পতেঙ্গা থানার এয়ারপোর্ট রোড এলাকায় থাকা বে ফিশিং করপোরেশন নামক একটি এডিবেল অয়েল রিফাইনারি কারখানাকে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২৭ মার্চ) শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

আজাদুর রহমান মল্লিক বলেন, কর্ণফুলী নদীতে অপরিশোধিত বর্জ্য ফেলে দূষণের দায়ে বে ফিশিং করপোরেশনকেও ৪ লাখ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

Bootstrap Image Preview