Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে হাতিরঝিল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছে বিজিএমইএ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৮:৩৭ PM

bdmorning Image Preview


অবশেষে হাতিরঝিল ছেড়ে আগামী ৩ এপ্রিল উত্তরার নবনির্মিত ভবনে যাচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের এই সংগঠন বিজিএমইএ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিষয়টি নিশ্চিত করে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, উত্তরার নতুন ভবনের চারতলার কাজ শেষ হয়েছে। আমরা আমাদের কাজ সেখানে চালিয়ে নিতে পারবো। তবে ভবনে চলাচল উপযোগী সড়ক নির্মাণের কাজ এখনও চলছে।

তিনি বলেন, দুই টাওয়ার সমৃদ্ধ বিজিএমইএ এর নতুন বহুতল ভবনটি উত্তরার ১৭ নম্বর সেক্টরে অবস্থিত। ১৩ তলা কমপ্লেক্সটির ৬ষ্ঠ তলায় এখন চলছে ছাদ ঢালাইয়ের কাজ। ৪ লাখ ৬৪ হাজার বর্গফুটের কমপ্লেক্সটিতে থাকছে দুটি বেইজমেন্ট। এর ওপর ১৩ তলার দুটি টাওয়ারের মাঝখানে থাকবে ৫ তলা টাওয়ার। নির্মাণের শেষ পর্যায়ে এসে দিন-রাত কাজ চলছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ২০১৯ সালের ১২ এপ্রিলের মধ্যে হাতিরঝিলের ভবনটি খালি করে দেওয়া হবে এই মর্মে আদালতের কাছে দেওয়া মুচলেকার প্রতি সম্মান প্রদর্শন করেই আমরা অসম্পূর্ণ ভবনেও কার্যালয় স্থানান্তর করছি।

বিজিএমইএ সূত্রে জানা যায়, কার্যালয়ের এক থেকে চার তলা পর্যন্ত ব্যবহার করবে বিজিএমইএ। থাকবে অডিটোরিয়াম, এক্সিবিশন সেন্টার, শো-রুমসহ নানা আধুনিক সুবিধা। নির্মাণ খরচ তিনশ কোটি টাকার বড় অংশ আছে ফ্লোর বিক্রি করে।

Bootstrap Image Preview