Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আলজেরিয়ায় প্রেসিডেন্ট আজিজের অপসারণ চান সেনাপ্রধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৩:৪০ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৩:৪০ PM

bdmorning Image Preview


আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল আজিজ বোতেফ্লিকাকে দেশ শাসনের অনুপযুক্ত ঘোষণা করে তাকে ক্ষমতা থেকে অপসারণের দাবি তুলেছেন দেশটির সেনাপ্রধান।

গত মাসে শুরু হওয়া প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভের জেরে মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল গায়েদ সালাহ বলেন, আমাদের খুব দ্রুত এই সংকট সমাধানে সাংবিধানিক কাঠামোর মধ্যে অবশ্যই একটি পথ খুঁজে পেতে হবে। খবর বিবিসির।

২০ বছর ধরে ক্ষমতায় থাকা ৮২ বছর বয়স্ক বোতেফ্লিকার বিরুদ্ধে শাসনকাল দীর্ঘায়িত করতে নির্বাচন পেছানোর চক্রান্তের অভিযোগ করছেন বিক্ষোভকারীরা।

২০১৩ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর খুব কমই প্রকাশ্যে এসেছেন প্রেসিডেন্ট বোতেফ্লিকা। গত মাসে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের অংশ নেয়ার ঘোষণা দিলে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভের মুখে এরই মধ্যে নির্বাচনে না লড়ার ঘোষণা দিয়েছেন তিনি। নির্বাচনী প্রক্রিয়া শুরুতে নির্ধারিত সময়ের চেয়ে দেরি হওয়ায় বিক্ষোভকারীদের অভিযোগ বোতেফ্লিকার শাসন দীর্ঘায়িত করার ষড়যন্ত্র হিসেবেই তা করা হচ্ছে।

Bootstrap Image Preview