Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মসজিদে হামলাকারীর ‘ইস্তেহার’ নিষিদ্ধ করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ১০:২৭ AM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১০:২৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী যুবক যে ইস্তাহারটি দেশটির প্রধানমন্ত্রীসহ অন্যদের কাছে শেয়ার করেছিল, তা নিষিদ্ধ করে অবৈধ বলে ঘোষণা করল জাসিন্ডা আরডার্নের সরকার।

নিউজিল্যান্ডের ফিল্ম অ্যান্ড লিটারেচারের চিফ সেন্সর বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই ইস্তাহারটি কোনো ভাবেই ডাউনলোড বা শেয়ার করা যাবে না। কেউ তা শেয়ার করার চেষ্টা করলে, শাস্তির মুখে পড়তে হবে।

প্রসঙ্গত, ১৫ মার্চ ক্রাইস্টচার্চ শহরের দুই মসজিদে জোড়া সন্ত্রাসবাদী হামলায় ৫০ জন নিহত হন। মসজিদে প্রার্থনারতদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে এক শ্বেতাঙ্গ বর্ণবাদী সন্ত্রাসী।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ধরা পড়ে যায় ওই অস্ট্রেলীয় যুবক। তখনই জানা যায়, নাশকতার কিছুক্ষণ আগে ই-মেইল করা তার ইস্তাহারের কথা। যেখানে অভিবাসীদের উপর তার বিদ্বেষের কথা প্রকাশ করা হয়।

ঘটনার তদন্তে ‘রয়াল কমিশন অফ এনকোয়ারি’ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন।

Bootstrap Image Preview