Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় পেট্রোল দিয়ে ৩৪৫টি গাছ পুড়িয়ে দিল অধ্যক্ষ

আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ১০:০৪ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১০:০৪ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় সামাজিক বনায়নের ৩৪৫টি বিভিন্ন প্রজাতির গাছ পুড়িয়ে দিয়েছে অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সে জামিলা ফয়েজ পলিটেকনিক কলেজের অধ্যক্ষ।

এ বিষয়ে সোমবার (২৫ মার্চ) বিকেলে উপজেলা বন কর্মকর্তা মাহবুবুর রহমান বাদী হয়ে বন আইনে সংশ্লিষ্ট দফতরে অভিযোগ দায়ের করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বালুয়া বাসুয়া-বারুহাস সড়কে ২০ জন উপকারভোগী আকাশমনি, ইউকেলাপটার্সসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগায়।

শনিবার (২৩ মার্চ) গভীর রাতে আবুল কালাম আজাদের হুকুমে পেট্রোল দিয়ে গাছগুলো পুড়িয়ে দেয়। পরের দিন স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয়।   

স্থানীয় ইউপি সদস্য ও তাজপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আবু হানিফ বলেন, স্থানীয় ব্যক্তিদের নিয়ে সামাজিক বনায়ন হিসেবে গাছ লাগানো হয়। কিন্তু রাতের আধারে গাছ গুলো পুড়ানো  হয়েছে।

অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন, সেখানে আমার জমি আছে, জমির সামনে আগাছা ও জঙ্গল পুড়িয়ে দেয়া হয়েছে তবে গাছ পুড়ানোর ব্যাপারে আমি কিছুই জানিনা।

উপজেলা বন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এবিষয়ে বন আইনে মামলা করা হয়েছে। অভিযুক্ত আবুল কালাম আজাদ ক্ষোভের বশে এমন কাজ করেছে বলে আমরা তদন্তে প্রমাণ পেয়েছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। 



 

Bootstrap Image Preview