Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৮:৫৭ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৯:১৬ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পৌর সদর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ বীর শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞার নির্দেশনায় এসআই নুরুল হুদার নেতৃত্বে অত্র কলেজ মাঠে একটি প্যারেড অনুষ্ঠিত হয়।

এছাড়া দিনব্যাপী নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগীতায় কাবাডি, নাট্য অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে উপস্থাপনা করেন সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রভাষক অরবিন্দ পাল অখিল ও শিক্ষক নেতা রবিউল নেওয়াজ ফরিদ প্রমুখ।

নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, জেলা পরিষদ সদস্য মো. আবু বক্তর সিদ্দিক বাহার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী গাজী আব্দুস সালাম ভূইয়া বীর প্রতীক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির প্রমুখ।

এছাড়া মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও প্রতিষ্ঠানসহ বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ ও নান্দাইলে কর্মরত মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

 

 

Bootstrap Image Preview