Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

নাটোর প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৩:২১ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৩:২১ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির মধ্যে ছিলো- তোপধ্বনী, বঙ্গবন্ধুর ম্যূরাল ও স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা।

বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে উপজেলা হলরুমে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা ও সুরাইয়া আক্তার কলি, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু বক্তব্য রাখেন।

এ দিকে বেলা ১২টায় বনপাড়াস্থ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাব সভাপতি দৈনিক আমাদের সময় ও মানবজমিন প্রতিনিধি অমর ডি কস্তা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও পল্লীটিভির জেলা প্রতিনিধি পিকেএম আব্দুল বারী, যুগ্ম সম্পাদক ও কেটিভি প্রতিনিধি দেলোয়ার হোসেন লাইফ, তথ্য-প্রযুক্তি সম্পাদক ও মুভি বাংলা টিভির প্রতিনিধি জাহিদ আলী, দপ্তর সম্পাদক দৈনিক জনতা ও কর্ণফুলী টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা প্রমুখ।

Bootstrap Image Preview