Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চরভদ্রাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বসতঘর পুড়ে ছাই

মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৭:১৯ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৭:১৯ PM

bdmorning Image Preview


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম বিএসডাঙ্গী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। ওই ওয়ার্ডের ইউপি মেম্বার ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুর দেঁড়টার দিকে পতিত বৈরাগির রান্না ঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনলেও পরবর্তিতে ফরিদপুর ও সদরপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।

এ সময় পতিত বৈরাগির ৩টি, যশোনাথ বৈরাগির ৪টি, সাহাজাহান শিকদারের ২টি বসতঘরসহ তাদের ঘরে থাকা নগদ ৪ লক্ষ টাকা ও বিভিন্ন মালামাল মিলে প্রায় ১২লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।

এ দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা, চরভদ্রাসন থানার এসআই শাহিনুজ্জমান, এএসআই মোঃ আজিজুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন।

Bootstrap Image Preview