Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাঝ আকাশে বোয়িং ৭৮৭ প্লেনের ককপিটে ধোয়া, জরুরি অবতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯০০ মডেলের একটি প্লেন ২৫৬ জন যাত্রী নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে যাত্রা শুরু করেছিল। হঠাৎ মাঝ আকাশে বিমানটির ককপিট থেকে ধোয়া উঠতে শুরু করে। ফলে বিমানটি ফ্রান্স নিয়ন্ত্রিত নিউ ক্যালেডোনিয়ায় জরুরি অবতরণ করতে হয়। 

সোমবার (২৫ মার্চ) দেশটির রাজধানী নওমিয়ার লা টনটোটা বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়।

কর্তৃপক্ষ বলছে, বিমানটিতে থাকা ২৫৬ জন যাত্রী নিরাপদে নেমেছেন। তবে অবতরণের পর প্লেনটির ককপিট থেকে ধোয়া বের হতে দেখা গেছে। 

এক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিমানটিতে ধোয়া বের হবার সঙ্গে সঙ্গেই যাত্রীদের সামনে অক্সিজেন মাস্ক নেমে এসেছে। 

স্থানীয় আরআরবি রেডিও স্টেশন জানায়, এতে প্লেনে থাকা কোনো যাত্রী আহত হননি। আপাতত রাতটা যাত্রীরা মেলবোর্ন থেকে দুই হাজার ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত নওমিয়া শহরেই কাটাবে। 

গত ১০ মার্চ ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা ক্রুসহ ১৫৭ জন আরোহীর সবারই মৃত্যু হয়েছিল। এরপর থেকে বিশ্বব্যাপী বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের প্লেনের ব্যবহার বন্ধ রাখা হয়েছে।

এর আগেও ২০১৮ সালের অক্টোবরে লায়ন এয়ারের একই মডেলের প্লেন বিধ্বস্ত হয়ে ১৮৯ জন আরোহী মারা গিয়েছিল।

Bootstrap Image Preview