Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইসলাম ধর্মে সন্ত্রাসের কোন স্থান নেই: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৬:২৯ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৬:২৯ PM

bdmorning Image Preview


সকল ধর্মের মূল কথা হলো শান্তি ও ভালোবাসা উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন ইসলাম ধর্মের মধ্যে সন্ত্রাসের কোন স্থান নেই। যদিও  বতর্মান বিশ্বে মুসলিমদের একটি অংশকে সন্ত্রাসি আখ্যায়িত করা হচ্ছে।

আজ রবিবার রাজধানীর হোটেল রেডিসনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ইউএনবি আয়োজনে দুইদিন ব্যাপি ‘শিক্ষায় ধর্মের প্রভাব’  শীর্ষক আলোচনার সভার প্রথম দিন ছিল আজ।

প্রথম দিনের সভায় শিক্ষামন্ত্রী বলেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের কোন ধর্ম নেই। বর্তমান বিশ্বে একটি মহল ইসলামকে বিভাজন করার চেষ্টা করছে। এটি কাম্য নয়।

তিনি আরো বলেন ১৯৭১ সালে আমাদের ৩০ লাখ মানুষকে হত্যা করেছে পাকিস্তানীরা অথচ তারাও মুসলিম। একজন মুসলিম কখনো আরেকজন মুসলিমকে হত্যা করতে পারে না।

মন্ত্রী বলেন বাংলাদেশে ধর্মের স্বাধীনতা রয়েছে এখানে কারো ওপর হস্তক্ষেপ করা হয় না।

Bootstrap Image Preview