Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একবার চার্জে টানা ৪০০ ঘণ্টা চলবে রেডমি-৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১১:৪০ AM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ১১:৪১ AM

bdmorning Image Preview


কয়েকদিন আগে চীনে একটি ইভেন্টে লঞ্চ হয়েছে শাওমি-র নতুন বাজেট স্মার্টফোন রেডমি-৭। একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে রেডমি-৭। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে একবার চার্জ দিলে টানা ৪০০ ঘন্টা ব্যাক আপ দেবে এই ফোন!

রেডমি-৭-এর স্পেসিফিকেশন:

১) ৬.২৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৭৯ শতাংশেরও বেশি।

২) তিন রকম স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। ২ জিবি র‍্যাম + ১৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ, ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ আর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে রেডমি-৭। ফোনের ইন্টার্নাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

৩) আন্ড্রয়েড ৯.০ অপারেটিং সিস্টেম আর স্ন্যাপড্রাগন ৬৩২ চিপসেট।

৪) ছবি তোলার জন্য থাকছে ১২ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ৮ মেগাপিক্সেলের (ডেপ্ত সেন্সর) রিয়ার ক্যামেরা সেটআপ আর ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৫) এই ফোনে থাকছে ৪,০০০ আমএআইচ-এর নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। সংস্থার দাবি, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে একবার চার্জ দিলে টানা ৪০০ ঘন্টা ব্যাক আপ দেবে এই ফোন! কানেক্টিভিটির জন্য থাকছে ৪জি লিট, ওয়াই ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ, জিপিয়াস আর একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।

৬) ব্লু, ব্ল্যাক আর টুইলাইট গোল্ড –এই তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন।

সম্প্রতি চিনের একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, চিনে রেডমি-৭ এর দাম শুরু হচ্ছে ৬৯৯ ইউয়ান থেকে ভারতীয় মূদ্রায় যা প্রায় ৭ হাজার ১০০ টাকা।

Bootstrap Image Preview