Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিকৃবি শিক্ষার্থীকে বাসচাপায় হত্যা, গাড়িতে আগুন-ভাঙচুর

হৃদয় দেবনাথ, সিলেট থেকে
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১০:২১ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১০:২১ PM

bdmorning Image Preview


ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের শেরপুরে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ওয়াসিম আফনান (২১) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যা করেছে বাসটির চালক ও তার সহকারী। শনিবার বিকেল ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

সিকৃবি'র এই শিক্ষার্থী নিহতের ঘটনায় আগুন জ্বলছে দক্ষিণ সুরমায়। একদিকে শিক্ষার্থীদের অবরোধ, অন্যদিকে পরিবহণ শ্রমিকদের অবস্থান। মুখোমুখী সংঘর্ষের ঘটনা না ঘটলেও যখন-তখন তা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ৭/৮টি গাড়িও ভাংচুর করেছে তারা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাত্রদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই তাকে চাপা দেওয়ায় তার মৃত্যু হয়। আফনান নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে প্রতিবাদে ফেটে পড়েন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ দিকে রাত সাড়ে ৮টার দিকে তারা দক্ষিণ সুরমাস্থ হুমায়ুন রশীদ চত্বরে অবস্থান নেন ছাত্ররা। এ সময় তারা টায়ার পুড়িয়ে রাস্তায় আগুন ধরিয়ে দেন। বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কসহ অন্যান্য সড়ক। রাস্তায় দাঁড়িয়ে থাকে বিভিন্ন ধরণের কয়েকশ' যানবাহন।

পরিবহণ শ্রমিকরাও অবস্থান গ্রহণ করেন কদমতলী পয়েন্ট এলাকায়। এ অবস্থায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

উত্তেজনা প্রশমনে দক্ষিণ সুরমার থানার ওসি ও এসিসহ পুলিশ সদস্যরা ঐ এলকায় অবস্থান গ্রহণ করেছেন।

তবে রাত সোয়া ৯টার দিকে সিকৃবি প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ড হুমায়ুন রশীদ চত্বরে উপস্থিত হন। তিনি শিক্ষার্থীদের সাথে আলাপ-আলোচনা শেষে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে যান।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। প্রক্টর এসে শিক্ষার্থীদের নিয়ে গেছেন। তবে তারা সতর্ক অবস্থায় আছেন।

Bootstrap Image Preview