Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাসভাড়া নিয়ে বাকবিতণ্ডায় সিকৃবির ছাত্রকে হত্যা করল চালক-হেলপার

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১০:১৩ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১০:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের শেরপুরে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ওয়াসিম আফনান (২১) নামে ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে।

বাস ভাড়াকে কেন্দ্র করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।শনিবার বিকেল ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম ওয়াসিম আফনান। তিনি সিকৃবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বষের ছাত্র।

তার বাড়ি হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন রুদ্র গ্রামে। তার বাবার নাম মো. আবু জাহেদ মাহবুব ও মা ডা. মীনা পারভিন।

বাস ভাড়া নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে হেলপারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষীপ্ত হয়ে হেলপার ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে বাস থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।

 

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহনের একটি বাসে নবীগঞ্জের গোপলার বাজার এলাকা থেকে ওয়াসিমসহ ৩/৪ জন বাসে উঠেন। কিন্তু সিট না পেয়ে ওয়াসিম মৌলভীবাজারের শেরপুরে নামতে চান। নামার মুহূর্তে বাসটি গতি বৃদ্ধি করলে হেলপার ওয়াসিমকে পেছনে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে সিলেট হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেলে রাস্তায় তার মৃত্যু হয়। ওয়াসিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুদ্রগ্রাম এলাকার বাসিন্দা।

সূত্র জানায়, প্রথমে ওয়াসিমকে বাস থেকে ফেলে দেয় হেলপার। পরে তার ওপর দিয়ে বাস চালিয়ে নিয়ে যায় বাসের চালক। ওয়াসিমের লাশ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

খবর পেয়ে রাত পৌনে ৮টায় সিকৃবির ছাত্ররা ওসমানী হাসপাতালে ছুটে যান। এ সময় উত্তেজিত ছাত্ররা বাসচালক ও হেলপারের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। সেখান থেকে শতাধিক ছাত্র ছুটে যান নগরীর দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালে।

শেরপুর হাইওয়ে পুলিশের ফাঁড়ি ইনচার্জ কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি সিলেটের বেগমপুরে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview