Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভোটারদের নির্ভয়ে ভোট দেয়ার অনুরোধ এসপির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১২:৫৪ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১২:৫৪ PM

bdmorning Image Preview


পুলিশ বাহিনী নিয়ে নির্বাচনী এলাকার মোড়ে মোড়ে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। 

শুক্রবার সকাল থেকে রাত পর্যান্ত উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করে সাধারণ ভোটারদের সাথে কথা বলে ভরসা দেন।

গতকাল দুপুরে জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা, সলিংমোড়, চকপাড়া, গাজীপুরবাজার, শৈলাটবাজার, নগরহাওলা, জৈনাবাজারে পথসভা করেন। পরে সন্ধ্যা ৭ টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, চন্দ্রা ত্রিমোড়, কালিয়াকৈর বাজার এলাকায় ভোটারদের সঙ্গে তিনি কথা বলেন।

তিনি বলেন, ভোটারদের জানমাল রক্ষা করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কেউ যদি ভোট দিতে বাঁধা দেয় আমরা তাদের রেহায় দিব না। আপনারা ভোট কেন্দ্রে এসে ভোট দিন। 

তিনি আরো বলেন, আমরা কাউকে চিনি না, কোনো বড় নেতা কিংবা ছোট নেতার কথায় আইনশৃঙ্খলাবাহিনী নীরব থাকবে না। পুলিশ ভোটের দিন সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকবে। কোথাও কোন সমস্যা হলে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা আপনাদের পাশে আছি। 

এ সময় পুলিশ সুপারের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, রাসেল শেখ, শাহিদুল ইসলাম ছিলেন। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের আগে পুলিশ সুপারের এসব পথসভা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে দাবি শ্রীপুর থানার ওসি মুহাম্মদ জাবেদুল ইসলামের। 

প্রসঙ্গত, গাজীপুরের চারটি উপজেলা (শ্রীপুর, কালিয়াকৈর, কাপাসিয়া, কালিগঞ্জ) ২৪ মার্চ (রোববার) উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview