Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিডনির সমস্যা সমাধানে ভেষজই যথেষ্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১১:১৮ AM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১১:১৮ AM

bdmorning Image Preview


রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিবছর এই রোগে মারা যাচ্ছে অনেক মানুষ। কিডনির অসুখ থেকে দূরে থাকতে সচেতন হতে হবে এখনই।

গবেষণায় দেখা গেছে, কিডনি রোগ প্রতিরোধ করতে ভেষজ ঔষধ বেশি মাত্রায় কাজ করে। যার ফলে এই রোগ দ্রুত নিরাময় সম্ভব হয়।

গবেষকরা বলছেন, আপেল উচ্চ আঁশযুক্ত খাবার। এতে অ্যান্টি-ইনফ্লামেটোরি আছে। যা বাজে  কোলেস্টেরল দূর করে। এছাড়া কিডনি সুস্থ রাখার আরেকটি অন্যতম উপাদান হল পেঁয়াজ। এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনোয়েড রয়েছে। যা রক্তের চর্বি দূর করে থাকে। এতে কুয়ারসেটিনও আছে। যা হৃদরোগ প্রতিরোধ করে। পেঁয়াজের পটাশিয়াম, প্রোটিন কিডনির জন্য অনেক বেশি উপকারি। 

প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি বা তরল খাবার খাওয়া উচিত। তবে অতিরিক্ত ঘাম হলে পানি খাওয়ার পরিমাণ আরও বাড়াতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি খেলে কিডনিতে পাথর হয় না এবং এর স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে। 

Bootstrap Image Preview