Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় শিশু নিহত, আহত ৪

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৮:১২ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৮:১২ PM

bdmorning Image Preview


নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড়ে ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় অটোভ্যানের যাত্রী মরিয়ম আক্তার নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৪ যাত্রী।

শুক্রবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে চাঁচকৈড় গোপালের মোড় নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত মরিয়ম আক্তার গুরুদাসপুরের মশিন্দা চরপাড়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।

গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক ময়েজ উদ্দিন ও নিহতের পরিবারের সদস্য জানান, গুরুদাসপুরের মশিন্দা চরপাড়া গ্রামের মনিরুল ইসলামের শিশু কন্যা মরিয়ম আকতার তার চাচাসহ পরিবারের সদস্যদের সাথে গুরুদাসপুরের চাঁচকৈড় বামনখোলা গ্রামে এক আত্মীয়েরে বাড়িতে বেড়াতে এসেছিল। সন্ধ্যার দিকে তারা একটি অটোভ্যান যোগে চাঁচকৈড় গোপালের মোড় গ্রাম থেকে নিজ বাড়ি মশিন্দা চরপাড়া গ্রামে ফিরছিল।

বাড়ি ফেরার পথে বামনখোলা গোপালের মোড় এলাকায় মাল বোঝাই একটি ইঞ্জিনচালিত ভটভটি পেছন থেকে ওই অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটো ভ্যানের সকল যাত্রী ছিটকে পড়ে সড়কের ওপর।

স্থানীয়রা দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মরিয়ম আকতারকে মৃত ঘোষণা করেন। বাকীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিন চালিত ভটভটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।

Bootstrap Image Preview